বিদ্যুৎ বণ্টন নিয়ে মমতাকে প্রশ্ন কেন্দ্রের

Spread the love

কলকাতায় বিদ্যুৎ বণ্টনে একটি বেসরকারি সংস্থার একচেটিয়া ব্যবসাকে তিনি কেন বাঁচাতে চাইছেন, তা নিয়ে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো চিঠিতে প্রশ্ন তুললেন মোদী সরকারের বিদ্যুৎমন্ত্রী রাজকুমার সিংহ।

রাজ্য প্রশাসনের একটি সূত্রের অবশ্য বক্তব্য, একটি বেসরকারি সংস্থা কলকাতা ও হাওড়া শহরে বিদ্যুৎ সরবরাহ করে। যার গ্রাহক সংখ্যা ৪০ লক্ষের কিছু বেশি। পাশাপাশি, সরকার নিয়ন্ত্রিত বিদ্যুৎ সংস্থা সারা রাজ্যে বিদ্যুৎ জোগায় দু’কোটির বেশি গ্রাহককে। সুতরাং, রাজ্য কোনও বেসরকারি সংস্থার একচেটিয়া ব্যবসাকে মদত দিচ্ছে, এই ধারণা ভ্রান্ত। আর যে সংস্থার দিকে অভিযোগের আঙুল, এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি তারা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*