
রোজদিন ডেস্ক, কলকাতা:- ওয়াকফ (সংশোধনী) আইন বাতিলের দাবিতে আন্দোলনে অশান্ত মুর্শিদাবাদের একাধিক জায়গা। সেখানকার ঘরছাড়ারা আশ্রয় নিয়েছেন মালদায়। হিংসায় আক্রান্ত মহিলাদের পাশে দাঁড়াতে রাজ্যে এলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকর। শুক্রবার কলকাতায় পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, আক্রান্তদের সঙ্গে কথা বলে তিনি যত দ্রুত সম্ভব রিপোর্ট পাঠাবেন দিল্লিতে।
এদিন সকালেই কলকাতা থেকে মালদার উদ্দেশে রওনা দিয়েছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন। মালদার জেলাশাসক, পুলিশ সুপার ও অন্যান্য জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে তিনি বৈঠক করবেন এবং আক্রান্তদের সঙ্গে দেখা করবেন।
ওয়াকফ সংশোধনী আইন পাশ হওয়ার পর থেকেই এই আইনের বিরোধিতায় মুর্শিদাবাদের একাধিক জায়গায় অশান্তির সৃষ্টি হয়। চলেছে বাড়িঘর ভাঙচুর-অগ্নিসংযোগ। ঘটেছে মারধর এমনকি মৃত্যুর ঘটনাও। বহু মানুষ আতঙ্কে ঘরছাড়া হয়ে মালদার ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন। ধীরে ধীরে তাঁদের ঘরে ফেরানোর ব্যবস্থা করছে পুলিশ ও প্রশাসন। আসতে আসতে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি।
অভিযোগ উঠেছে যে, ওয়াকফ অশান্তির ব্যাপক প্রভাব পড়েছে মহিলাদের উপর। তাঁরা অনেকেই ভীতসন্ত্রস্ত হয়ে রয়েছেন। আতঙ্কে এফআইআর দায়ের করারও সাহস পাচ্ছেন না তাঁরা। এই অভিযোগ পেয়েই আজ রাজ্যে এসেছে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকরের নেতৃত্বে বিশেষ কমিটি। হিংসা কবলিত এলাকায় গিয়ে নিপীড়িত মহিলাদের সঙ্গে দেখা করবেন কমিটির সদস্যরা। ওই মহিলারা কী কী অবস্থার মধ্যে দিয়ে গিয়েছেন, তা জানার চেষ্টা করবে কমিশন। মহিলাদের সঙ্গে কথা বলে বাস্তব চিত্রটি বুঝে, দ্রুত এবিষয়ে দিল্লিতে রিপোর্ট পেশ করবেন বলে জানিয়েছেন বিজয়া রাহাতকর।
অন্যদিকে, আজই পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে মালদার পথে রওনা হয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গতকাল তাঁকে অশান্ত পরিস্থিতিতে মালদা বা মুর্শিদাবাদে না-যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তাঁর অনুরোধ উপেক্ষা করে রাজ্যপাল গতকালই মালদা যাবেন বলে জানিয়েছিলেন। পরে গতকালের সফর বাতিল করে আজ যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। সেইমতো আজ সকাল ৯টার ট্রেনে মালদার উদ্দেশে রওনা হয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
যাঁরা পীড়িত, ঘরছাড়া, তাঁদের সকলের খাওয়া, থাকা, মেডিক্যাল ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসের ব্যবস্থা করার জন্য রেড ক্রস সোসাইটিকে নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। আজ তিনি মালদার অস্থায়ী শিবিরগুলিতে যাবেন ও পীড়িতদের সঙ্গে কথা বলবেন। আজ রাতে মালদার সার্কিট হাউজে থাকার কথা রয়েছে তাঁর।
Be the first to comment