চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন লিভারপুল

MADRID, SPAIN - JUNE 01: Mohamed Salah of Liverpool celebrates with Jordan Henderson after scoring the opening goal during the UEFA Champions League Final between Tottenham Hotspur and Liverpool at Estadio Wanda Metropolitano on June 01, 2019 in Madrid, Spain. (Photo by Alex Caparros - UEFA/UEFA via Getty Images)
Spread the love

টটেনহ্যাম হটস্পারকে ২-০ হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতে নিল লিভারপুল ৷ এর ফলে ৬ বারের ইউরোপ সেরা দ্য রেডস ৷ সেই সঙ্গে প্রথমবার ম্যানেজার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জিতলেন জুর্গেন ক্লপ ৷ দীর্ঘ ১১ বছর পর ইউরোপ সেরার লড়াইয়ে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ডের দুই ক্লাব। মহম্মদ সালাহ, সাদিও মানে, সন হিউং মিন, লুকাসদের সঙ্গে নিজেকে সেরা প্রামাণের লড়াইয়ে ছিলেন জার্মান কোচ ৷ ফাইনালের ব্যাড প্যাচ কাটিয়ে শনিবার রাতে এস্তাদিও মেট্রোপলিটানোয় নিজেকে লাকি প্রমাণ করলেন ক্লপ ৷

এদিন ম্যাচের শুরুতেই মহম্মদ সালাহের গোলে এগিয়ে যায় লিভারপুল। ম্যাচের প্রথম মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন সালাহ ৷ আর ম্যাচের শেষ দিকে ৮৭ মিনিটে ওরিগির গোলে টটেনহ্যামকে হারিয়ে ইউরোপ সেরার খেতাব জিতে নেয় লিভারপুল ৷ এইনিয়ে ছ’বার ইউরোপীয় খেতাব জিতল ‘দ্য রেডস’৷ আর ২০১৫ সালে লিভারপুলের দায়িত্ব নেওয়া ক্লপ প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জিতলেন প্রথমবার ৷ ইংল্যান্ডের ক্লাব হিসেবে সবচেয়ে বেশিবার ইউরোপীয়ন কাপ জিতল লিভারপুল ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*