বিশ্বকাপ ফাইনালের বদলা চ্যাম্পিয়ন্স ট্রফিতে! অপরাজিত হয়েই ফাইনালে উঠল ভারত

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- বিশ্বকাপ ফাইনালের বদলা চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছাল ভারত। এদিনের ম্যাচে কোহলির অনবদ্য ৮৪ রানের ইনিংস ভারতকে পৌঁছে দেয় জয়ের লক্ষ্যে। টসে জিতে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া সব কয়টি উইকেট হারিয়ে করে ২৬৪ রান। জবাবে ভারত ৪৮.৩ ওভার ব্যাট করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

সেমিফাইনালেও টস হারলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি অজিদের। প্রথম ওভারেই শামি সহজ ক্যাচ ফেলে দেওয়ায় বেঁচে যান ট্র্যাভিস হেড। ম্যাচের তৃতীয় ওভারে তরুণ ওপেনার কুপারকে ফেরান শামি। দুবার প্রাণ ফিরে পেয়ে দুর্ধর্ষ ব্যাটিং শুরু করেন হেড। বল করতে এসে প্রথম ওভারেই হেডের উইকেট তুলে নেন বরুণ চক্রবর্তী। হেড এদিন করেন ৩৯ রান।
হেড আউট হতেই জুটি বেঁধে বড় রানের লক্ষ্যে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন স্মিথ এবং লাবুশেন। দলের রান যখন ১১০, তখন লাবুশেনকে ফেরান রবীন্দ্র জাদেজা। এর পরেই ১১ রান করে জাদেজার বলে আউট হন ইংলিশ। ৭৩ রানে আউট হন স্মিথ। অস্ট্রেলিয়ার স্কোর ৫ উইকেটে ১৯৮ রান। আজ রান পাননি ম্যাক্সওয়েল। অক্ষরের বলে আউট হন ম্যাক্স। ম্যাক্সওয়েল, স্মিথ আউট হতেই কমতে থাকে দলের রান রেট। তবে অ্যালেক্স কেরি এক প্রান্ত থেকে লড়াই চালিয়ে যান। শেষ পর্যন্ত ৫৭ বলে ৬১ রান করে রান আউট হন তিনি। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয় ৪৯ ওভার ৩ বলে ২৬৪ রানে। এদিন ৪৮ রান দিয়ে তিনটি উইকেট পেয়েছেন মহম্মদ শামি। বরুণ চক্রবর্তী ও রবীন্দ্র জাদেজা দুটি করে উইকেট পেয়েছেন।
২৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হাত খুলে ব্যাট করতে থাকে রোহিত শর্মা। প্রথম ওভারেই একটি বাউন্ডারি সহ ৭ রান করেন হিটম্যান। কিন্তু যোগ্য সঙ্গ দিতে ব্যর্থ হন শুভমান গিল। দলের ৩০ রানের মাথায় প্রথম উইকেটের পতন হয় ভারতের। অস্ট্রেলিয়ার ডোয়ারশুইসের বলে আউট হন গিল। ব্যক্তিগত ২৮ রান করে কনোলির বলে আউট হন রোহিত। রোহিতের আউটের পর কোহলির সঙ্গে লম্বা পার্টনারশিপ গড়েন শ্রেয়স আইয়ার। মাত্র ৫৩ বলে অর্ধশতরান পূরণ করেন বিরাট। জাম্পারের বলে উইকেট ছেড়ে খেলতে গিয়ে ব্যর্থ হলেন শ্রেয়স। বল ভেঙে দিল স্টাম্প। ৪৫ রানে ফিরলেন শ্রেয়স। ২৭ রান করে আউট হন অক্ষর প্যাটেল। ৪০ ওভারে ২০০ রানের গন্ডি পেরিয়ে যায় টিম ইন্ডিয়া। অল্পের জন্য এদিন শতরান হাতছাড়া হল কোহলির। জাম্পারের বলে ৮৪ রান করে আউট হন বিরাট।
কোহলি আউট হতেই ব্যাট হাতে নামেন হার্দিক পান্ডিয়া। নেমেই অজি বোলারদের চোখ রাঙানি উপেক্ষা করে হাত খুলে ব্যাট করতে থাকেন হার্দিক। লং অনের উপর দিয়ে একের পর এক ছয় চার মারেন তিনি। ২৩ বলে ২৮ রান করে সাজঘরে ফেরেন পান্ডিয়া। হার্দিককে আউট করলেন এলিস। ভারত ২৫৯/৬। রাহুল ৪২ এবং জাদেজা ২ রানে অপরাজিত থাকলেন। ১১ বল বাকি থাকতে ৪ উইকেটে সহজ জয় ভারতের। অস্ট্রেলিয়ার ২৬৪ রানের জবাবে ভারত করল ৬ উইকেটে ২৬৭।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*