ধেয়ে আসছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস,অষ্টমীর দিন কলকাতা সহ রাজ্যের উপকূলের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। নবমীতেও বৃষ্টির পূর্বাভাস উপকূলবর্তী জেলাগুলিতে। দশমীতেও দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুয়ায়ী, নবমীতে বৃষ্টি বাড়বে। রাজ্যের উপকূলের জেলাগুলি ছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুত্ সহ বৃষ্টি হতে পারে।
দশমীর দিনও বৃষ্টির বিরাম নেই। বরং দশমীতে দিনভর দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, এই ৭ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে বাকি জেলাগুলিতেও বজ্রবিদুত্ সহ কয়েক পশলা বৃষ্টি হতে পারে।
Be the first to comment