
রোজদিন ডেস্ক, কলকাতা:- শীতের বিদায় বেলায় এবার বৃষ্টির পূর্বাভাস। নতুন সপ্তাহেই আবহাওয়ায় তুমুল পরিবর্তন। টানা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ১৯ ফেব্রুয়ারি বুধবার থেকে দক্ষিণবঙ্গে শুরু হতে পারে বৃষ্টি।আবহাওয়া দপ্তর জানাচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরে অবস্থিত বিপরীত ঘূর্ণাবর্তের ডবল ডোজে আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী ১৯-২০ তারিখ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগণা, হাওড়া এইসব জেলায়।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এদিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামী দু’দিন তাপমাত্রা একই রকম থাকবে। তবে সোমবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পাবে গোটা রাজ্যেই।
Be the first to comment