আজ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, হুগলি ও ঝাড়গ্রামে।
পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘূর্ণাবর্তের অবস্থান উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকায়। আজ তা রাজ্যের উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে। এর প্রভাবে আগামীকালও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুত্সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।
Be the first to comment