ছন্দা কোছারকে সরিয়ে দিলো ICICI

Spread the love

অবশেষে বরখাস্ত করা হলো ছন্দা কোছারকে। জানা গিয়েছে ব্যাঙ্কের আচরণ বিধি ও আভ্যন্তরীণ রাজনীতি ভঙ্গের অপরাধেই তাঁকে বহিষ্কার করা হয়েছে। বুধবার ঘটনার পর তিনি সংবাদমাধ্যমকে জানান, আমি হতাশ এবং মানসিক ভাবে মর্মাহত।

উল্লেখ্য, ২০১২ সালে ভিডিয়োকন গ্রুপকে ৩ হাজার ২৫০ কোটি টাকা ঋণ দেয় আইসিআইসিআই ব্যাঙ্ক। ২০১৭ সালে অভিযোগ ওঠে, ছন্দা কোছারের স্বামী ও পরিবারের সদস্যরা এই ঋণের মাধ্যমে উপকৃত হয়েছেন। আর  ঋণ দেওয়ার কয়েক মাস পর ভিডিয়োকনের হেড ভেণুগোপাল ধূত নুপাওয়ার রিনিউয়েবেলস নামে একটি কম্পানিতে কয়েক কোটি টাকা বিনিয়োগ করেন। আর ছন্দা কোছারের স্বামী ছিলেন সেই কম্পানিটির প্রতিষ্ঠাতা। ছন্দা কোছারের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ ওঠে। আর এই ঘটনার পরই ছন্দা কোছার, তাঁর স্বামী দীপক কোছার ও ভিডিয়োকনের হেড ভেণুগোপাল ধূতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে সিবিআই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*