ইস্তফা দিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ চন্দন মিত্র। দু’বারের এই সাংসদ পদ্ম শিবিরের প্রধান অমিত শাহের কাছে তাঁর ইস্তফাপত্র জমা দিয়েছেন তবে তা গৃহীত হয়েছে কি না এখনও জানা যায়নি।
রাজনৈতিক মহলের খবর, আডবানী ঘনিষ্ঠতার কারণে বিজেপির এই রাজ্যসভার সাংসদ দলে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছিলেন। ‘দ্য পাইয়নিয়ার’-এর সম্পাদক চন্দন দল ছাড়বেন এমন একটা জল্পনা অবশ্য বেশকিছু দিন ধরেই ঘোরাফেরা করছিল। ২০০৩ ও ২০১৬ সালে দুবার চন্দন মিত্রকে রাজ্যসভায় পাঠায় বিজেপি। ২০১৪ সালে লোকসভা নির্বাচনেও হুগলি থেকে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতাও করেন তিনি। কিন্তু তৃণমূল প্রার্থীর কাছে পরাজিত চন্দন।
রাজধানীর রাজনৈতিক মহলে চন্দন বিজেপির পরিচিত মুখ হলেও অতীতে দলের সমলোচনা করতে তিনি পিছপা হননি। তাঁর সমালোচনা অনেক সময়েই দলকে অস্বস্তিতে ফেলেছে বলে অভিযোগ দলেরই একাংশের। এ জন্য সোশ্যাল মিডিয়ায় তিনি বিদ্রুপের শিকারও হয়েছেন বহুবার। এদিকে দল ছাড়লেও তিনি অন্য কোনও দলে যোগ দিচ্ছেন কি না তা এখনও স্পষ্ট নয়।
Be the first to comment