শুক্রবার শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ, তবে বৃষ্টিবাদলের জন্য কলকাতা ও রাজ্যে তা দেখার সম্ভাবনা কম

Spread the love

শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ শুক্রবার। গোটা দেশের সর্বত্রই দেখা যাবে এই গ্রহণ। তবে বৃষ্টিবাদলের জন্য কলকাতা ও রাজ্যে তা দেখার সম্ভাবনা কমই। মোট প্রায় ৬ ঘণ্টা ১৪ মিনিট চলবে চন্দ্রগ্রহণ। পূর্ণগ্রাস দেখা যাবে ১ ঘণ্টা ৪৩ মিনিট। ভারতে গ্রহণ শুরু হবে রাত ১০টা ৪৪ মিনিটে। পূর্ণ গ্রহণের মেয়াদ চলবে রাত ১টা থেকে ২টো ৪৩ মিনিট পর্যন্ত। সাধারণত ১ ঘণ্টা ৪৭ মিনিট স্থায়িত্ব হয় গ্রহণের। শেষ এত বেশি সময় ধরে গ্রহণ দেখা গিয়েছিল ২০০০ সালের ১৬ জুলাই। সেবার স্থায়িত্ব ছিল ১ ঘণ্টা ৪৬ মিনিট ২৪ সেকেন্ড। সৌভাগ্যবশত, ভারতীয়রা গোটা গ্রহণই দেখতে পাবেন। উত্তর আমেরিকা ছাড়া পৃথিবীর প্রায় সব জায়গা থেকেই আংশিক গ্রহণ দেখতে পাওয়া যাবে। রাশিয়ার একটি অংশ, কাজাখস্তান আর মধ্য প্রাচ্যে গ্রহণ দেখা যাবে পুরোটাই। দেশের সব জায়গাতেই এই মহাজাগতিক দৃশ্য দেখার তোড়জোড় শুরু হয়েছে। দক্ষিণ দিগন্তে মাত্র ৩০ ডিগ্রি পর্যন্ত উঠবে চাঁদ। তবে এই রাজ্যের ভাগ্যে সম্ভবত পূর্ণগ্রাস দেখার যোগ নেই। আবহাওয়া অফিসের পূর্বাভাস, আকাশ মেঘে চাকা থাকবে। গোটা রাজ্যেই মাঝারি থেকে ভeরী বৃষ্টিপাত হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*