চন্দ্রবাবু নাইডুর অনশন মঞ্চে দেখা গেলো বিরোধী ঐক্যের ছবি

Spread the love

রাজ্যকে স্পেশাল স্ট্যাটাস দেওয়ার দাবিতে সোমবার একদিনের অনশন শুরু করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। এদিন সকাল সাড়ে আটটা নাগাদ দিল্লির অন্ধ্রপ্রদেশ ভবনে অনশনে বসেন তিনি। অনশন মঞ্চে এদিন চন্দ্রবাবুর সঙ্গে দেখা করতে যান কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লা, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন সহ অনান্যরা।

এদিন অনশন মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে চন্দ্রবাবু বলেন, অন্ধ্রপ্রদেশ নিয়ে রাজধর্ম পালন করছেন না প্রধানমন্ত্রী। রাজ্যকে স্পেশাল স্ট্যাটাস দিতে অস্বীকার করেছে তাঁর সরকার। তিনি বলেন, আপনি যদি স্পেশাল স্ট্যাটাস না দেন, আমরা জানি কী ভাবে তা পেতে হবে।

এদিন দিল্লির অন্ধ্রপ্রদেশ ভবনে অনশনে বসার আগে চন্দ্রবাবু রাজঘাটে মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান করেন। অন্ধ্রপ্রদেশ ভবনে আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। সূত্রের খবর, তিনি আগামীকাল (১২ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের কাছে একটি স্মারকলিপি জমা দেবেন।  

একইসঙ্গে তাঁকে শ্বশুরমশাই নিয়ে প্রধানমন্ত্রীর আক্রমণেরও জবাব দেন চন্দ্রবাবু। তাঁর কথায়, আমি অন্ধ্রপ্রদেশের মানুষের সঙ্গে আছি। উনি কী রকম প্রধানমন্ত্রী? উনি অন্ধ্রপ্রদেশের মানুষকে প্রতিশ্রুতি দিয়ে তা পালন করলেন না। উনি বিশ্বাসযোগ্য নন।


Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*