চন্দ্রবাবু কলকাতায় এলেও মঙ্গলবার নাইডুর ডাকা বৈঠকে নাও থাকতে পারেন মমতা

Spread the love

চন্দ্রবাবু নাইডুর ডাকা বিজেপি বিরোধী বৈঠকে নাও থাকতে পারেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বদলে পাঠাতে পারেন প্রতিনিধি দল। এমনটাই খবর তৃণমূল সূত্রে। উল্লেখ্য, মঙ্গলবার বিজেপি বিরোধী রাজনৈতিক দলের বৈঠকের ডাক দিয়েছেন চন্দ্রবাবু নাইডু। দিল্লিতে সেই বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলিকে। তার ২৪ ঘণ্টা আগে অর্থাৎ সোমবার রাজ্যে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

আজ বিকেল ৫টা ২৫ মিনিটে মমতার সঙ্গে বৈঠকে বসেন টিডিপি সুপ্রিমো। ৪৫ মিনিট হয় বৈঠক। তবে বৈঠকের শেষে সাংবাদিকদের সামনে মুখ খোলেনি কোনও পক্ষই। সূত্রের খবর, আজকের বৈঠকে ইউনাইটেড ইন্ডিয়া নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া, ভোটের ফল বেরনোর পর রণকৌশল কী হতে পারে তা নিয়েও আলোচনা হয়েছে। অন্যদিকে স্ট্রংরুমে EVM-এর সুরক্ষার দাবিতে আগামীকাল দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে দাবি জানাবে তৃণমূল।


Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*