অন্ধ্রপ্রদেশের জন্য স্পেশাল স্ট্যাটাসের দাবিতে আগামী শুক্রবার অনশনে বসবেন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। তিনি বলেন, “২০ এপ্রিল আমার জন্মদিন। ওইদিন অনশনে বসব আমি। উল্লেখ্য, সংসদের অধিবেশন পণ্ড হওয়ায় দিন কয়েক আগেই অনশনে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু, সংসদ অচল হওয়ার কারণ তিনি নিজেই। চন্দ্রবাবু আরও বলেন, কেন্দ্রে এনডিএ সরকার গঠনে অন্যতম ফ্যাক্টর ছিল টিডিপি। ভবিষ্যতেও তারা এরকম ভূমিকায় থাকবে।
প্রসঙ্গত, অন্ধ্রপ্রদেশকে স্পেশাল স্ট্যাটাস দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ২০১৪ সালে নির্বাচনের সময় টিডিপি-র সঙ্গে জোট গড়েছিল বিজেপি। কিন্তু এবারের বাজেটেও তারা স্পেশাল স্ট্যাটাসের দাবি এড়িয়ে গেছে।
Be the first to comment