ঐতিহাসিক শত্রুতা ভুলে আসন্ন নির্বাচনের জন্য কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হয়েছে টিডিপি । বিজেপিকে পরাস্ত করাই মূল উদ্দেশ্য ও সেই কারণেই কংগ্রেসকে প্রাধান্য দিয়ে আঞ্চলিক দলগুলির একত্রিত হওয়া দরকার, জানিয়েছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু । এবার সেই প্রসঙ্গেই বিজেপি বিরোধী জোটে মূল ভরসার জায়গা কংগ্রেসই, জানালেন চন্দ্রবাবু ।
কংগ্রেস একটি জাতীয় দল ও রাহুল গান্ধি একজন অসাধারণ নেতা । সেই কারণেই বিজেপির বিরুদ্ধে জোট মজবুত করতে কংগ্রেসই মূল ভূমিকা নিতে পারে। কংগ্রেস ব্যতীত কোনও বিরোধী জোট গড়ে ওঠাই সম্ভব নয়, মন্তব্য করেছেন চন্দ্রবাবু । আঞ্চলিক দলগুলিকে সঠিক দিশা দেখাতে পারে কংগ্রেসই, মত চন্দ্রবাবুর ।
গতকালই চেন্নাই এ ডিএমকে প্রধান এমকে স্টালিনের সঙ্গে সাক্ষাৎ করেন চন্দ্রবাবু । এই বৈঠকের পর একই মর্মে স্টালিন জানিয়েছেন রাষ্ট্র-বিরোধী, ধর্মনিরপেক্ষতাবিরোধী বিজেপিকে যে কোনও উপায়েই আটকানো দরকার ও সেই জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন চন্দ্রবাবু। সাম্প্রতিক আরবিআই ও সিবিআই বিতর্কের পরেই রাহুলের সঙ্গে বৈঠক করে জোট ঘোষণা করে টিডিপি ও কংগ্রেস। মতাদর্শগত পার্থক্য থাকলেও দেশের স্বার্থের জন্য এই জোট গুরুত্বপূর্ণ, জানিয়েছেন চন্দ্রবাবু ।
Be the first to comment