বিজেপি ভারত ভাগ করতে চাইছে। আমরা চাই ইউনাইটেড ইন্ডিয়া। শনিবার ‘# ইউনাইটেড ইন্ডিয়া অ্যাট ব্রিগেডের’ মঞ্চ থেকে একথাই বললেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তিনি আরও বলেন, বিজেপি দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। সরকার উন্নয়নের জায়গায় রাজনীতি করছে। কৃষকদের সঙ্গে প্রতারণা করছে বর্তমান সরকার। পেট্রল, ডিজেল, গ্যাসের দাম বাড়ছে রোজ। গরিব মানুষের কথা ভাববে এমন প্রধানমন্ত্রী চাই।
তবে এখানেই থেমে থাকেন নি চন্দ্রবাবু। তিনি জানান, নিজেদের প্রয়োজনে সিবিআই, আরবিআই, ইডিকে ব্যবহার করছে। তাঁর বক্তব্যে উঠে আসে রাফাল প্রসঙ্গও। তিনি বলেন, রাফাল ডিল নিয়েও দুর্নীতি করেছে সরকার, প্রতারণা করছে সাধারন মানুষের সঙ্গে।
এরপর কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ এনে তিনি বলেন, অন্ধ্রপ্রদেশকে নতুনভাবে গড়ে তোলা হচ্ছে। সরকারের কাছে স্পেশাল স্ট্যাটাস চাওয়া হয়েছিল। কিন্তু, সরকার কোনও সাহায্য করেনি। পাশাপাশি তিনি কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে বলেন, কর্নাটকে অসাধু কিছু করলে সমস্যায় পড়বেন। বলেন, ২০১৯ এ নতুন প্রধানমন্ত্রী দেখতে পাবেন।
বাংলা, অন্ধ্র ও কর্নাটক কৃষকদের জন্য অনেক ভালো কাজ করছে বলেও এদিন জানান চন্দ্রবাবু নাইডু। এছাড়াও এদিন সভামঞ্চ থেকে অন্ধ্রপ্রদেশের পক্ষ থেকে বাংলার মানুষকে ধন্যবাদ জানান তিনি। তবে বক্তব্য শেষে তিনি সব নেতাদের উদ্দেশ্যেই বলেন, এরপর অমরাবতীতে একটা বৈঠক হবে, আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই আসুন। আর এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আমরা নিশ্চয় বৈঠকে যাবো।
Be the first to comment