প্রথম দফার নির্বাচনে যথাযথ কাজ করেনি ইভিএম ৷ যার জেরে নির্বাচন কেন্দ্রে এসেও ফিরে গিয়েছেন একাধিক ভোটার ৷ এমনই একাধিক অভিযোগ নিয়েই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু ৷ শুধু তাই নয় ৷ নির্বাচন শুরুর আগে কমিশন অতি সক্রিয়তার সঙ্গে রাজ্যের প্রবীণ প্রশাসনিক আধিকারিকদের বদলিতে ব্যস্ত ছিলেন ৷ কিন্তু ইভিএম নিয়ে সক্রিয়তা দেখায়নি ৷ এমনটাই অভিযোগ জানান নাইডু ৷
শনিবার রাতে তেলুগু দেশম পার্টির সাংসদ-বিধায়কদের নিয়ে মুখ্যনির্বাচন কমিশনার সুনীল আরোরার সঙ্গে দেখা করেন তিনি। নাইডু দাবি করেন, অন্ধ্রপ্রদেশের বুথ কেন্দ্রগুলির মধ্যে প্রায় ৩০-৪০ শতাংশ বুথে ইভিএম একেবারে অকেজো ছিল ৷ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেন কমিশনের আধিকারিকরা ৷ তদন্তের পরই নির্বাচন কমিশনের কাছে উঠে আসে অন্য তথ্য ৷ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ৪০ শতাংশ ইভিএম নয় ৷ মাত্র ১.৭৫ শতাংশ ইভিএম ব্যালট, ১.৭৩ শতাংশ ইভিএম কন্ট্রোল ইউনিট এবং ২.৭৫ শতাংশ ভিভিপ্যাট মেশিন অকেজো ছিল ৷
Be the first to comment