সোমবারই চাঁদে পাড়ি দিচ্ছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) চন্দ্রযান-২ ৷ যদিও সরকারি ভাবে প্রযুক্তিগত ত্রুটি সম্পর্কে মুখ খোলেনি ইসরো। তবে ‘বাহুবলী’ রকেটের ‘লিক’ মেরামতও হয়ে গেছে, টুইটারে এমনই বার্তা দিয়েছেন বিজ্ঞানীরা ৷ তাই এবার আরও বেশি আত্মবিশ্বাসী তাঁরা ৷ পুরোদমে উৎক্ষপণের প্রস্তুতি চলছে শ্রীহরিকোটায় ৷ জানা গিয়েছে, সোমবার দুপুরে চাঁদে পাড়ি দিচ্ছে ভারতের চন্দ্রযান-২। ঠিক দুপুর ২.৪৩ মিনিটে ৷ ইসরোর তরফে বৃহস্পতিবার চন্দ্রযান-২ উৎক্ষেপণের এই নতুন দিন ও ক্ষণ ঘোষণা করা হয়েছে। উৎক্ষেপণের মহড়া সফল হওয়ায় কালকের দিনটা নিয়ে আরও বেশি আশাবাদী ইসরো।
সূত্রের খবর, যে সামান্য ত্রুটি ছিল তা সারিয়ে নিয়েছেন বিজ্ঞানীরা। চার দিন ধরে মেরামতির কাজ চালিয়েছেন বিজ্ঞানীরা। তারপরই মহাকাশ বিজ্ঞানের নানা অঙ্ক কষে উড়ানের নতুন নির্ঘণ্ট স্থির করেছে ইসরো। এর আগে ভারতের দ্বিতীয় চন্দ্রযানের রওনা হওয়ার কথা ছিল ১৫ জুলাই রাত ২.৫১ মিনিটে। কিন্তু উৎক্ষেপণের প্রায় এক ঘণ্টা আগে অত্যন্ত শক্তিশালী ও সর্বাধুনিক GSLV-মার্ক-৩ রকেটের লিকুইড প্রপেল্যান্ট চেম্বারে তরল জ্বালানি ভরার সময় তা ‘লিক’ করতে শুরু করে। পরমুহূর্তেই অভিযান সাময়িক ভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় ইসরো ৷ তবে সূত্রের খবর, পূর্বনির্ধারিত ৬ সেপ্টেম্বরই চাঁদের দক্ষিণ মেরুতে নামতে পারে চন্দ্রযান-২ ৷
Be the first to comment