চাঁদের মাটিতে ভারতের বিক্রম; দেখুন লাইভ!

Spread the love

ভিডিও সৌজন্যে- (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইউটিউব পেজ)

শনিবার রাতেই চাঁদে পা রাখছে ভারত। চন্দ্রযান ২-এর সাফল্যের আশায় গোটা দেশ। রাতেই চাঁদের দক্ষিণ মেরুতে নামবে বিক্রম। রাত ১.৪০ মিনিটে কক্ষপথ ছাড়বে বিক্রম, রাত ১.৫৫ মিনিটে চাঁদের জমি ছোঁবে বিক্রম ল্যান্ডার ৷

পৃথিবীর প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুর নিকটবর্তী এলাকায় পৌঁছাতে চলেছে চন্দ্রযান ২। চাঁদের মাটিতে ভারতের প্রথম পদক্ষেপ দেখার জন্য উন্মুখ গোটা দেশ ৷ চন্দ্রযানের নির্ধারিত যাত্রাপথ অনুসারে ল্যান্ডার বিক্রম চাঁদের মাটিতে অবতরণ করার পর তার থেকে রোভার প্রজ্ঞান আলাদা হয়ে যাবে ৷ এই রোভার আসলে ছয় চাকার একটি যন্ত্রযান, যা চাঁদের দক্ষিণ গোলার্ধের মাটিতে ঘুরে বেড়াবে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরোর দফতের পৌঁছে গিয়েছেন ৷ এক ইতিহাস রচনার সন্ধিক্ষণে দাঁড়িয়ে দেশ ৷ আর মাত্র কিছু সময় বাকি ৷

দেখুন সরাসরি-

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*