চন্দ্রযান ২-এর সঙ্গে বিচ্ছিন্ন হলো যোগাযোগ, কারন খতিয়ে দেখা হচ্ছে জানালো ইসরো

Spread the love

ভিডিও সৌজন্যে- (ইসরোর টুইটার পেজ)

অবতরণের মুখে বাধাপ্রাপ্ত হলো চন্দ্রযান। অবতরণের ২.১ কিলোমিটার আগে বিচ্ছিন্ন হলো সব যোগাযোগ। ইসরো জানিয়ে দিলো ল্যান্ডার থেকে মিলছে না কোনও সঙ্কেত। ঘটনার জেরে উদ্বিগ্ন ইসরোর মহাকাশ বিজ্ঞানীরা। এই মুহূর্তে ঠিক কী অবস্থায় রয়েছে চন্দ্রযান সেটা কোনওমতেই জানা যাচ্ছে না। ইসরো জানিয়েছে, কিছু সময় পরে চন্দ্রযানের সঠিক অবস্থান জানানো হবে।

দেখুন সরাসরি!

আর এই ঘটনার পরই বিজ্ঞানীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। বিজ্ঞানীদের আশস্ত করেন নমো। প্রধানমন্ত্রী বলেন আমরা আপনাদের সঙ্গে আছি। জীবনে ওঠাপড়া লেগেই থাকে। এতে ভেঙে পড়ার কিছু নেই।

পাশাপাশি এদিন বিজ্ঞানীদের সঙ্গে কথা বলার পর বিভিন্ন দেশ থেকে আসা পড়ুয়াদের সঙ্গে কথাও বলেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, প্রধানমন্ত্রীকে পড়ুয়ারা বিভিন্ন প্রশ্ন করেন এবং হাসিমুখে সব প্রশ্নের উত্তর দেন তিনি। আর তারপরই ইসরোর দফতর থেকে বেরিয়ে যান।

তবে অবতরণের কয়েক মিনিট আগে কী কারণে বাধা পেলো চন্দ্রযান? তা এখনও জানা যায়নি। ল্যান্ডার থেকে সঙ্কেত পাওয়ার চেষ্টা চলছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*