কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে। আর মাত্র কয়েক ঘন্টা বাকি, রবিবার মধ্যরাতেই চাঁদের উদ্দেশ্যে যাত্রা করবে চন্দ্রায়ন ২। সোমবার রাত ২টো ৫১ মিনিট নাগাদ চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে ভারতের তৃতীয় সবচেয়ে ভারী চন্দ্রযান। একই সঙ্গে নিয়ে যাচ্ছে ৩.৮ টন ওজনের একটি উপগ্রহকে। শ্রীহরিকোটা থেকে যাত্রা শুরুর পর দুই মাস ধরে দীর্ঘ ৩.৮৪ লক্ষ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর চন্দ্রায়ণ-২ সেপ্টেম্বর মাসে অবতরণ করবে চাঁদের দক্ষিণ মেরুতে। এর অরবিটার, ল্যান্ডার এবং রোভার সব যন্ত্রের ডিজাইন তৈরি হয়েছে ভারতেই।
৬৪০ টনের জিএসএলভি এমকে (তৃতীয়) এই চন্দ্রযানটির নাম ‘বাহুবালী’। রকেটটি ১৫ তলা ভবনের সমান উঁচু। রবিবার মধ্যরাতে শ্রীহরিকোটায় এই রকেট উৎক্ষেপনের সাক্ষী থাকবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এক হাজার কোটি টাকা ব্যয়ে তৈরি হওয়া চন্দ্রযানটি ১.৪ টন ল্যান্ডার বিক্রমকেও বহন করে নিয়ে যাবে। চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের পর ২৭ কিলোগ্রাম ওজনের রোভার প্রজ্ঞান বেড়িয়ে এসে চাঁদের মাটিতে পরীক্ষা চালাবে।
Be the first to comment