দীর্ঘক্ষণ বুথে ঢুকে বসেছিলেন তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য, কমিশনে যাচ্ছে বিজেপি

Spread the love

ষষ্ঠ দফার ভোটে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধে কমিশনে যাচ্ছে বিজেপি। অভিযোগ জানাবেন উত্তর দমদমের বিজেপি প্রার্থী অর্চনা মজুমদার।

উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের দুর্গানগর নেপাল চন্দ্র বিদ্যাপীঠ। সেখানেই বৃহস্পতিবার ভোটগ্রহণ চলাকালীন ভিতরে যান তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য। বিজেপির অভিযোগ, প্রায় এক ঘণ্টা বুথের ভিতরে বসেছিলেন চন্দ্রিমা। তিনি বুথ জ্যাম করে ভোটারদের প্রভাবিত করছিলেন বলেও অভিযোগ তোলেন অর্চনা মজুমদার।

অর্চনা বলেন, “একটা গণতন্ত্রের উৎসব। ভোট দেওয়ার পর সরকার নির্বাচিত হবে। তার মধ্যে একটা আনন্দ আছে। কিন্তু তৃণমূল এসবে বিশ্বাস করে না। ওরা বলে খেলা হবে। ওরা বিশ্বাস করে বাইরে থেকে ছেলে এনে ভোটারদের হুমকি দেওয়া হবে। ভোটারদের রাস্তা আটকানো হবে। ভোট চলাকালীন প্রার্থী ভিতরে ঢুকে বসেছিলেন। আমি কমিশনে যাব। গোটা বিষয় জানাব।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*