বিধানসভায় তৃণমূল-বিজেপি হাতাহাতির ঘটনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্ররোচনার অভিযোগ তুললেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর অভিযোগ, শুভেন্দুর প্ররোচনায় বিধানসভার মহিলা রক্ষী-বিধায়কদের উপর হামলা হয়েছে। তাঁদের সম্মানহানি করার চেষ্টা হয়েছে। এই ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয়।
চন্দ্রিমা আরও বলেন, আমাদের অনেকজন বিধায়ক জখম হয়েছেন। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। বিধানসভার মহিলা রক্ষীদের দিকে বিজেপি বিধায়করা তেড়ে গিয়েছেন। শুভেন্দু অধিকারীর প্ররোচনায় গোটা ঘটনা ঘটেছে। বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগগাও ছিলেন। বিধায়কদের বিধানসভার নিয়মকানুন না শিখিয়ে ওনারা হামলা শেখাচ্ছেন।
প্রবীণ তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের অভিযোগ, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘুসি মেরে তাঁর নাক ফাটিয়ে দিয়েছেন। চশমা ভেঙে দেওয়া হয়েছে। তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুভেন্দু অবশ্য ঘুসি মারার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, আমি কাউকে মারধর করিনি। তৃণমূল বিধায়করাই একতরফা ভাবে আমাদের সদস্যদের মারধর করেছেন।
পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, বিজেপি বিধায়করা গত কয়েকদিন ধরে রোজ বিধানসভায় গোলমাল চালিয়ে যাচ্ছেন। আজ যা ঘটল, তা নজিরবিহীন। বিরোধী বিধায়করা গুন্ডামি করেছেন। মহিলা নিরাপত্তা কর্মীদের পর্যন্ত মারা হয়েছে। এই ঘটনা আগে কখনও বিধানসভায় ঘটেনি। আমরাও বিধানসভায় বিরোধী দলের ভূমিকায় অনেক বছর ছিলাম। কখনও এসব হয়নি।
বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান, এদিন বিধানসভার অনেক সম্পত্তির ক্ষতি হয়েছে। সেগুলি আপাতত ওই অবস্থাতেই বিধানসভায় রেখে দেওয়া হবে। পরবর্তীকালে উপযুক্ত পদক্ষেপ করা হবে। সূত্রের খবর, অধ্যক্ষের সঙ্গে মুখ্যমন্ত্রীর ফোনে বিধানসভার ঘটনা নিয়ে কথা হয়।
অধ্যক্ষের অভিযোগ, ওরা কী চায় ওরা নিজেরাই জানেন না। ওরা আইন কানুন নিয়ম জানেন না। মুখ্যমন্ত্রী বক্তব্য পেশ করার সময় যে ভাবে বাধা দেওয়া হয়, তা দুর্ভাগ্যজনক। লোকসভায় প্রধানমন্ত্রী বলার সময়ও এ রকম বাধা দেওয়া হয় না। এর পরই সভার ভিতরের ছবি বাইরে আসার বিষয়ে মুখ খোলেন অধ্যক্ষ। তিনি বলেন, বিধানসভার অভ্যন্তরের ছবির তুলে বাইরে পাঠানোর ঘটনা ঠিক না। এটা অত্যন্ত নিন্দনীয় এবং অনভিপ্রেত ঘটনা।
Be the first to comment