চপ্পল নিরুদ্দেশ কাণ্ডে রীতিমতো হিমসিম দশা চেন্নাই পুলিশের। হবে না-ই বা কেন, এ তো আর শুধু চপ্পল বলে লঘু হয়ে যায় না, এ তো আদতে চুরিই।
সূত্রের খবর, রাজেশ গুপ্ত নামে চেন্নাইয়ের ৫৫ বছরের এক প্রৌঢ় কিছু শারীরিক পরীক্ষা করাতে শহরেরই একটি কেন্দ্রে গিয়েছিলেন। সেখানে বাইরে চপ্পল খুলে ভেতরে গিয়ে কাজ সারেন তিনি। তাঁর দাবি, বেরিয়ে আসার পরে তিনি দেখেন, চপ্পল উধাও! এর পরেই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি
প্রৌঢ়র অভিযোগে, “আমি ৮০০ টাকা দিয়ে জুতোটা কিনেছি গত বুধবারই। মাত্র কয়েক বার পরা হয়েছে তার পরে। তার মধ্যেই এভাবে চুরি হয়ে যাওয়াটা আমি মোটেই মেনে নিতে পারছি না।”
অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এক পুলিশকর্তার কথায়, “এটা একজোড়া চপ্পল বলে ছেড়ে দিতে পারছি না আমরা মোটেই। তদন্ত তদন্তের পথেই চলবে। আমরা ওই চিকিৎসাকেন্দ্রের কর্মচারী, নিরাপত্তরক্ষীদের জিজ্ঞাসাবাদ করেছি ইতিমধ্যেই। স্থানীয় লোকজনের বাড়িতেও তল্লাশি চালিয়েছি। অভিযুক্ত শীঘ্রই ধরা পড়বে।”
তবে এমনটা এই প্রথম নয়। গত বছরেই পুণেতে একটি একই রকমের ঘটনা ঘটেছিল। বিশাল কলেকার দাবি করেছিলেন, তাঁর সদ্য কেনা জুতো একটি অ্যাপার্টমেন্টের বাইরে থেকে চুরি হয়ে গিয়েছে। পুলিশ অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করে। তবে জুতো মিলেছিল কি না, জানা যায়নি।
Be the first to comment