ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের পদত্যাগের প্রায় ২৪ ঘণ্টার মাথাতেই রবিবার পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হল। কংগ্রেস সূত্রে খবর, পঞ্জাবের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন চরণজিৎ সিং চন্নি। পঞ্জাবের মন্ত্রীসভায় প্রযুক্তি শিক্ষা মন্ত্রী ছিলেন তিনি। এর পাশাপাশি তিনি দলিত শিখ সম্প্রদায়ের মানুষও বটে। যাবতীয় বিতর্কে দাঁড়ি টানতে চেয়ে নির্বাচনের এক বছর আগে তাঁকেই পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে কংগ্রেস।
রবিবার বিকেলে পঞ্জাব প্রদেশ কংগ্রেসের প্রধান দায়িত্বপ্রাপ্ত প্রধান হরিশ রাওয়াত চরণজিৎ সিং চন্নির নাম ঘোষণা করেন। টুইট করে তিনি জানান, “অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, সর্বসম্মতিক্রমে পঞ্জাবের পরবর্তী দলনেতা হিসেবে চরণজিৎ সিং চন্নিকে বেছে নিয়েছেন কংগ্রেসের পরিষদীয় দলের সদস্যরা।”
চরণজিতের নাম যে জাতীয় রাজনীতির জন্যও একটা বড় চমক, তা বলার অপেক্ষা রাখে না। কারণ কয়েক ঘণ্টা আগে পর্যন্তও এই পদে সুখজিন্দর সিং রান্ধাওয়ার নাম ঘোরাফেরা করছিল। কিন্তু দলের বিধায়কদের পূর্ণ সমর্থন তাঁর পক্ষে না থাকার কারণেই রান্ধাওয়ার নামে সিলমোহর দেওয়া হয়নি।
Be the first to comment