মুম্বইয়ে নির্মীয়মান বহুতলের পাশে বৃহস্পতিবার ভেঙে পড়ল উত্তরপ্রদেশ সরকারের চার্টার্ড প্লেন। দুর্ঘটনায় পাইলট সহ ৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের চারজন বিমানের যাত্রী, একজন পথচারী। প্লেনের ধ্বংসাবশেষে ভয়াবহ আগুন লেগেছে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। দমকলকর্মীরা আগুন নেভানোর কাজে ব্যস্ত রয়েছেন। এখন পর্যন্ত দুটি দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। জানা গেছে, এটি ছিল ‘বিচক্রাফ্ট কিং এয়ার সি ৯০’ মডেলের দুই ইঞ্জিন বিশিষ্ট ছোট প্লেন। মুম্বই বিমানবন্দরে অবতরণের কয়েক মিনিট আগেই দুর্ঘটনার মুখে পড়ে। ঘাটকোপার সর্বোদয় নগরে বহুতলের পাশে ভেঙে পড়ে। তুলনামূলক কম ঘনবসতিপূর্ণ এলকা হওয়ায় সাধারণ মানুষের খুব একটা ক্ষতি হয়নি। ১৯৯৫ সাল থেকে বিমানটি ব্যবহার করছে উত্তরপ্রদেশ সরকার।
Be the first to comment