মাসানুর রহমান,
এজবাস্টনে ভারত-বাংলাদেশ ম্যাচে দেখা গিয়ে দর্শকদের মধ্যে বসে এক বৃদ্ধা নিজের দেশ ভারতবর্ষকে সমর্থন করতে ও দম ভরে শিঙা বাজাচ্ছেন যিনি। জায়ান্ট স্ক্রিনে তাঁর এই জোশ দেখে সকলেই অবাক হয়ে গিয়েছিল।
ম্যাচ শেষে ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও সহ-অধিনায়ক রোহিত শর্মা তাঁর সঙ্গে দেখা করেন এবং তাঁর কাছে আশীর্বাদ নেন। তখনই নাকি ৮৭ বছর বয়সী এই ভারতীয় সমর্থককে পরের ম্যাচে আসার জন্য টিকিট পাঠানোর কথা দিয়েছিলেন অধিনায়ক বিরাট কোহলি। শুধু তাই নয় কথা রাখেন তিনি। পরের ম্যাচের জন্য টিকিটের সঙ্গে একটা চিঠিও পাঠালেন। আর তাই চারুলতাকে ফের দেখা গেল লিডস-এ দর্শকদের মধ্যে বসে নিজের দেশ ভারতকে আবার সেই ভাবে জোশ দিচ্ছেন।
বৃদ্ধা ভদ্রমহিলা চারুলতা প্যাটেল বলেন, “বিরাট-রোহিত আমার কাছে এল। আমার পায়ের কাছে বসে আশীর্বাদ নিল বিরাট। ও আমাকে বলেছিল, আপনাকে কিন্তু পরের ম্যাচগুলোতেও আসতে হবে। তখন আমি বলি, বিশ্বকাপের টিকিট পাওয়া তো কঠিন। তখন বিরাট বলেছিল, চিন্তা নেই, আমি টিকিটের ব্যবস্থা করে দেব। সেটা যে ও সত্যি করবে তা আমি ভাবতে পারিনি।”
Be the first to comment