ছত্তিশগড়ে ভোট যত এগিয়ে আসছে, ততই বাড়ছে মাওবাদী হিংসা। তিন দিন আগেই সেখানে মাইন বিস্ফোরণে নিহত হয়েছিলেন চারজন সিআরপিএফ জওয়ান। মঙ্গলবার দান্তেওয়াড়া জেলায় মাওবাদী হানার শিকার হলেন দূরদর্শনের আলোকচিত্রী। তিনি দূরদর্শনের একটি টিমের সঙ্গে ভোটের খবর করার জন্য মাওবাদী অধ্যুষিত অরনপুর জঙ্গলে গিয়েছিলেন।
এদিনের মাওবাদী হানায় দূরদর্শনের ওই ফোটোগ্রাফার বাদে দুই পুলিশকর্মীও নিহত হন। সোমবারই কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ ছত্তিশগড়ে নির্বাচনী প্রচারে গিয়ে বলেছিলেন, গত চার বছরে রাজ্যে মাওবাদীদের প্রভাব হ্রাস পেয়েছে। মাও অধ্যুষিত জেলার সংখ্যা আগে ছিল ১৫০। এখন ৭০-৮০ তে নেমে এসেছে।
ছত্তিসগড়ে বিধানসভা কেন্দ্রের সংখ্যা ৯০ । দুটি দফায়, ১২ ও ২০ নভেম্বর রাজ্যে ভোট হবে । মাওবাদী অধ্যুষিত এলাকায় ভোট হবে প্রথমদিনই ।
Be the first to comment