ছত্তিশগড়ের নারায়ণপুরের অবুঝমাড় জঙ্গলে পাঁচ মাওবাদীকে খতম করল নিরাপত্তাবাহিনী। ঘটনায় জখম হয়েছেন দুই নিরাপত্তারক্ষীও। জখমদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে হেলিকপ্টারে করে রায়পুরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
শনিবার গোপন সূত্রে মাওবাদী উপস্থিতির খবর পেয়ে অবুঝমাড় জঙ্গলটি ঘিরে ফেলে তল্লাশি শুরু করে DRG-এর (ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড) একটি দল। সেই সময় জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পাল্টা জবাব দেন জওয়ানরা। খতম হয় ৫ মাওবাদী। এলাকায় আরও মাওবাদী লুকিয়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। এখনও জঙ্গলের পার্শ্ববর্তী এলাকায় তল্লাশি চলছে।
ছত্তিশগড় পুলিশের DGP ডি এম অবস্থি বলেন, আজ ভোর ৬টা নাগাদ এই অভিযান শুরু হয়। এলাকার ওরছা পুলিশ স্টেশন থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত ধুববেড়া গ্রামের পাশে গুলির লড়াই হয়। ঘটনাস্থল থেকে পাঁচ মাওবাদীর দেহ উদ্ধার করেছে DRG। প্রায় দেড় ঘণ্টা ধরে এই গুলি বিনিময় চলে।
Be the first to comment