সোমবার ছত্তীসগড়ে নির্বাচন, তার আগে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই শুরু হলো নিরাপত্তারক্ষীদের

Spread the love
সোমবার ছত্তীসগড়ের নির্বাচন। তার আগেরদিনই মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই শুরু হলো নিরাপত্তারক্ষীদের।
সূত্রের খবর, রবিবার সকালে ছত্তীসগড়ের কাঙ্কের জেলার কয়ালিবেড়ায় কমপক্ষে সাতটি বোমা বিস্ফোরণ করে মাওবাদীরা। এই বোমার আঘাতে একজন বিএসএফ জওয়ান আহত হয়েছেন বলে খবর। তারপরেই নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় মাওবাদীদের।
সূত্রের খবর, ছত্তীসগড়ের অন্তগড় জেলায় মাওবাদীদের একটি দলের সঙ্গে এনকাউন্টার চলছে বিএসএফ জওয়ানদের। বিজাপুরেও নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষ বেধেছে মাওবাদীদের। গুলি লেগে এক মাওবাদী নিহত হয়েছে বলে জানা গেছে। তার দেহ উদ্ধার করা হয়েছে। আরও একজন মাওবাদীকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
সোমবার নির্বাচন উপলক্ষ্যে প্রচুর নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে ছত্তীসগড়ের মাওবাদী অধ্যুষিত অঞ্চলগুলিতে। রাইপুর থেকে ১৭৫ কিলোমিটার দূরে কাঙ্কের জেলার অন্তপুর গ্রামে বিএসএফের একটি দল নজরদারি চালাচ্ছিল। সেই সময় কয়ালিবেড়ার গোম ও গাত্তাকাল গ্রামের মাঝে এই সাতটি বোমা মাটির নীচে সারিবদ্ধভাবে পোঁতা ছিল। একসঙ্গে সবগুলি বোমা বিস্ফোরণ হয়। এই আঘাতেই একজন জওয়ান আহত হন। তারপরেই মাওবাদীদের সঙ্গে সংঘর্ষ বাধে নিরাপত্তারক্ষীদের।
ওই এলাকায় মূলত মাওবাদী দমনের লক্ষ্য নিয়ে স্পেশ্যাল টাস্ক ফোর্সের একটি দল টহল দিচ্ছিল। তখনই জঙ্গলের মধ্যে এই সংঘর্ষ বাধে। ছত্তীসগড়ের বাস্তার ডিভিশন ও রাজনন্দগাঁও ডিভিশনে নিরাপত্তারক্ষীদের কড়াকড়ি থাকা সত্বেও কীভাবে মাওবাদীরা ওই বোমা সেখানে রেখে গেল, সে ব্যাপারে ধোঁয়াশা দেখা দিয়েছে।
সোমবার এই এলাকাতেই প্রথম দফার নির্বাচন হবে। প্রায় ১ লাখ নিরাপত্তারক্ষীকে এই অঞ্চলে নিয়োগ করা হয়েছে। মাওবাদীরা ছত্তীসগড়ে নির্বাচন বয়কটের ডাক দিয়েছে। তাই নির্বাচনের সময় যাতে কোনও সমস্যা না হয়, তাই এত কড়া সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*