বেশ কিছু হেভিওয়েটের ভাগ্য নিরাধারণ আজ ৷ স্পটলাইটে আছেন বিদায়ী মুখ্যমন্ত্রী রমন সিং ৷ তাঁকে টক্কর দিতে এ বারের কংগ্রেসের বাজি প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর ভাইঝি করুণা শুক্লা।
এছাড়াও রাজ্যের যুবক, মহিলা ও বয়স্কদের ভোটে অংশগ্রহণ করার আর্জি জানালেন রমন সিং। নাগরিকদের মতামত রাষ্ট্রের শক্তি । গণতন্ত্রকে সম্মান করে ভোট দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি । প্রথম দফার মোট ভোটার ৩১ লক্ষ ৮০ হাজার ১৪ জন ৷ ১৬ লক্ষ ২২ হাজার ৪৯২ হাজার মহিলা ভোটার, সেখানে পুরুষ ভোটারের সংখ্যা ১৫ লক্ষ ৫৭ হাজার ৪৩৫, তৃতীয় লিঙ্গের ভোটার ৮৭ জন ৷ প্রথম দফার ভোটে মোট ভোটগ্রহণ কেন্দ্র ৪,৩৩৬ ৷ বস্তারে ১১৯০ ও রাজনন্দগাঁও ২২১ বুথের সংখ্যা, স্পর্শকাতর বুথের সংখ্যা ২৫৬ ৷ দক্ষিণ ছত্তীসগড়ে মোট স্পর্শকাতর বুথের সংখ্যা ৩৯৬ ৷
এদিন বীজাপুরে মাওবাদী- নিরাপত্তারক্ষী সংঘর্ষে আহত ২ কোবরা জওয়ান। এছাড়াও ছত্তীসগড়ের কাঙ্কেরে নিরাপত্তা বাহিনী-মাওবাদী সংঘর্ষে নিহত হয়েছেন জওয়ান মহিন্দর সিং। আজ সকালে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয়েছে তাঁর জন্মস্থান দুমারিয়া গ্রামে ।
অন্যদিকে ভোটের দিন ভোরে ছত্তীসগড়ে মাওবাদী বিস্ফোরণে কেঁপে উঠল দান্তেওয়াড়া ৷ মাও অধ্যুষিত এলাকা নামে কুখ্যাত দান্তেওয়াড়ায় ভোর সাড়ে ৫টা নাগাদ একটি IED বিস্ফোরণ হয় ৷ তুমাকপাল-নয়নমার রোডে বিস্ফোরণ ঘটায় নকশালরা ৷ তবে কোনও হতাহতের খবর নেই।
৯০টি বিধানসভা আসনের মধ্যে ১৮টিতে প্রথম দফায় ভোট হচ্ছে ৷ এর মধ্যে ১২টি আসনই সংবেদনশীল হিসেবে চিহ্নিত করা হয়েছে ৷ বাকি ৭২টি সিটে ভোট হবে ২০ নভেম্বর ৷ সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ ৷ চলবে বিকেল ৫টা পর্যন্ত ৷
Be the first to comment