ছত্তিসগড়ে ফের বড়সড় সাফল্য পেল নিরাপত্তাবাহিনী, মৃত ১৪ জন মাওবাদী

Spread the love
ছত্তিসগড়ে ফের বড়সড় সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। সোমবার সকালে সুকমার কোঁটা এবং গোলাপাল্লি থানার কাছে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াই শুরু হয় মাওবাদীদের। ঘটনায় এদিন দুপুর পর্যন্ত ১৪ জন মাওবাদীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, এ দিন সকালে সুকমার দক্ষিণ ভাগে কোঁটা এলাকার জঙ্গলের মধ্যে নিরাপত্তাবাহিনীর সঙ্গে ধুন্ধুমার বাধে মাওবাদীদের। এই এলাকা রাজপুর থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে। নিরাপত্তাবাহিনীর গুলিতে ধরাশায়ী হয় জনা ১৪ মাওবাদী।
ডেপুটি ইনস্পেকটর জেনারেল (অ্যান্টি নকশাল অপারেশনস) সুন্দররাজ পি জানিয়েছেন, রুটিন তল্লাশি চালানোর সময় কোঁটা থানার অন্তর্গত মিকা টং জঙ্গলের কাছে নিরাপত্তা বাহিনীর উপর অতর্কিকে হামলা চালায় এক দল মাওবাদী। তবে তৎপরতার সঙ্গে পাল্টা জবাব দেয় জওয়ানরাও।
মাওবাদীদের কাছ থেকে ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*