মাওবাদীদের সঙ্গে লড়াইয়ে মৃত্যু হলো ৪ পুলিশকর্মীর। আহত হয়েছেন আরও ৭ জন। ছত্তিশগড়ের নারায়ণপুরের ঘটনা। জানা গিয়েছে, নারায়ণপুর জেলার আবুজমাদ এলাকার ইরপানার গ্রামের একটি জঙ্গলে পুলিশের সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই চলে।
অন্যদিকে, বিজাপুরে মাওবাদীদের রাখা প্রেশার বম্ব বিস্ফোরণে আহত হয়েছেন ২ পুলিশকর্মী। বাসাগুড়া পুলিশ স্টেশেনের অন্তর্গত হিদমাপাড়া গ্রামের কাছে ঘটনাটি ঘটেছে। বুধবার ছত্তিশগড়ের দুজায়গায় জোড়া হামলা চালায় মাওবাদীরা।
জানা যাচ্ছে, নারায়ণপুরের আবুজমারের ইরপানারের জঙ্গলে গতরাতে তল্লাশিতে নামেন শতাধিক ডিআরজি জওয়ান। এদিন সকালে তাঁদের উপরে আক্রমণ করে মাওবাদীরা। প্রায় ২ ঘণ্টা গুলির লড়াই চলে। শহিদ হন ৪ জওয়ান। মাওবাদীদের গুলিতে আহত হন ৭ জন। পরে এলাকা ছেড়ে চম্পট দেয় মাওবাদীরা। আহতদের হেলিকপ্টারে করে রায়পুরে আনা হয়। নিরাপত্তা বাহিনী মাওবাদীদের খোঁজে তল্লাশি শুরু করেছে।
Be the first to comment