তৃণমূলের রাজ্য কমিটিতে জায়গা পেলেন ছত্রধর মাহাতো

Spread the love

২০২১-এর বিধানসভা নির্বাচনের লক্ষ্যেই সাংগঠনিকস্তরে ব্যাপক রদবদল ঘটাল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। গঠিত হল তৃণমূলের ২১ জনের রাজ্য কমিটি। রাজ্য কমিটিতে গুরুত্ব দেওয়া হয়েছে জঙ্গলমহলকে। তৃণমূলের রাজ্য কমিটিতে আনা হল ছত্রধর মাহাতোকে। রাজ্য কমিটিতে জায়গা পেয়েছেন জঙ্গলমহলের নেতা সুকুমার হাঁসদা, চূড়ামণি মাহাতো।

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এবার সাংগঠনিকস্তরে বড়সড় রদবদল তৃণমূল কংগ্রেসে। ঢেলে সাজানো হল সংগঠনকে। জেলায়-জেলায় সাংগঠনিকস্তরে ব্যাপক রদবদল করেছেন তৃণমূলনেত্রী।

প্রসঙ্গত, গত লোকসভা ভোটে জঙ্গলমহলে তৃণমূলের ফল খারাপ হয়েছে। উল্টোদিকে জঙ্গলমহলে ক্রমেই শক্তি বাড়িয়েছে গেরুয়া শিবির। দলীয় সংগঠনের দুর্বলতার জেরেই জঙ্গলমহলে বিজেপির ভোট বেড়েছে বলে মত ছিল দলেরই একাংশের।

সেই মতো জঙ্গলমহলের সংগঠনকে ঢেলে সাজাল তৃণমূল। ঝাড়গ্রামের তৃণমূল জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে দুলাল মুর্মুকে। একইসঙ্গে জঙ্গলমহল থেকে ৩ জনকে দলের রাজ্য কমিটিতে তুলে আনলেন তৃণমূলনেত্রী। উল্লেখযোগ্য নাম ছত্রধর মাহাতো। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে জেল থেকে ছাড়া পান একদা মাওবাদী নেতা ও পুলিশি সন্ত্রাস প্রতিরোধ কমিটির সম্পাদক ছত্রধর মাহাতো।

জঙ্গলমহলে তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে গত কয়েকমাসে সখ্যতা বাড়ে ছত্রধরের। জঙ্গলমহলে সংগঠনের ভীত মজবুত করতে তাই ছত্রধরের উপরই বেশি ভরসা করছে তৃণমূল। সেই কারণেই দলের রাজ্য কমিটিতে তাঁকে আনা হয়েছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।

জেল থেকে বেরনোর পরেই তৃণমূলের সঙ্গে সখ্যতা বাড়ে ছত্রধরের। জঙ্গলমহলে স্ত্রীকে সঙ্গে নিয়েই শাসকদলের একাধিক কর্মসূচিতে যোগ দেন ছত্রধর।

জঙ্গলমহলে তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গেও গত কয়েকমাসে সখ্যতা বাড়ে ছত্রধরের। জঙ্গলমহলে সংগঠনের ভীত মজবুত করতে তাই ছত্রধরের উপরই বেশি ভরসা করছে তৃণমূল। সেই কারণেই দলের রাজ্য কমিটিতে তাঁকে আনা হয়েছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*