গৃহবন্দি হয়ে থাকতে চান তিনি। আদালতে এমনই আবেদন জানিয়েছেন ছত্রধর মাহাত। রাজধানী এক্সপ্রেসে পণবন্দি ও খুনের মামলায় গ্রেফতার করা হয়েছে জঙ্গলমহলের এই দাপুটে নেতাকে। জানা যাচ্ছে, আইনজীবী মারফৎ NIA-এর বিশেষ আদালতে গৃহবন্দি থাকার আবেদন জানিয়েছেন ওই তৃণমূল নেতা। আদালতে তাঁর আইনজীবী জানিয়েছেন, ছত্রধর অসুস্থ। সে কারণে বাড়িতে থেকে তদন্তে সহযোগিতা করতে চান। সোমবার সম্ভবত এই মামলার পরবর্তী শুনানি।
উল্লেখ্য, গত মার্চ মাসে লালগড়ে গ্রামের বাড়ি থেকে ছত্রধরকে গ্রেফতার করে NIA। ভোটের আবহে ছত্রধরের গ্রেফতারি নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। বর্তমানে জেল হেফাজতে রয়েছেন জঙ্গলমহলের এই নেতা।
প্রসঙ্গত, ২০০৯ সালের অক্টোবর মাসে ঝাড়গ্রামে ভুবনেশ্বর-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস আটক করে মাওবাদী ও জনসাধারণের কমিটির লোকজন। সেই ঘটনায় তৎকালীন জনসাধারণের কমিটির নেতা ছত্রধরকে অভিযুক্ত করে NIA। প্রসঙ্গত, রাজধানী এক্সপ্রেস আটকের সময় জেলে ছিলেন ছত্রধর। তৎকালীন জনসাধারণের কমিটির নেতার মুক্তির দাবিতে রাজধানী এক্সপ্রেস আটক করেছিল মাওবাদীরা। জেলে বসেই ছত্রধর এই পণবন্দির ছক কষেছিল বলে দাবি করেছে NIA।
অন্যদিকে, ওই বছরই CPIM নেতা প্রবীর মাহাতকে খুনের অভিযোগও ওঠে। সেই মামলাতেও নাম জড়িয়েছে ছত্রধরের। তবে, অভিযোগ অস্বীকার করে ছত্রধর দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।
Be the first to comment