প্যারোলের মেয়াদ ফুরনোর একদিন আগে অসুস্থ ছত্রধর মাহাত, ভর্তি হাসপাতালে

Spread the love

ছেলের বিয়ে উপলক্ষে সাতদিনের জন্য প্যারোলে মুক্তি পেয়েছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাত৷ আগামিকাল ফুরোচ্ছে প্যারোলের মেয়াদ৷ তার আগের দিন বিকেলে অসুস্থ হয়ে পড়লেন জঙ্গলমহলের প্রাক্তন ওই মাওবাদী নেতা৷ বৃহস্পতিবার অসুস্থ ছত্রধরকে নিয়ে যাওয়া হয় ঝাড়গ্রামের সুপার স্পেশালিটি হাসপাতালে৷ সেখানে শুরু হয়েছে তাঁর চিকিৎসা৷ 

গত শুক্রবার শর্তসাপেক্ষে জামিন পান ছত্রধর মাহাত৷ তাঁর সাতদিনের প্যারোল মঞ্জুর করে আদালত৷ দুই ছেলের বিয়েতে যোগ দিতে প্যারোলে মুক্তির আবেদন জানিয়েছিলেন ছত্রধর৷ প্রমাণ হিসেবে ছেলেদের বিয়ের কার্ড জমা করেছিলেন৷ সেই মতো ২ জুলাই থেকে ৮ জুলাই পর্যন্ত তাঁর প্যারোল মঞ্জুর হয়৷ জেল থেকে ছাড়া পেয়ে শনিবার ঝাড়গ্রামের লালগড় থানার আমলিয়া গ্রামের বাড়ি ফেরেন ওই তৃণমূল নেতা৷ দুই ছেলের বিয়েতে যোগ দেন ছত্রধর মাহাত৷ ৩ জুলাই ছিল তাঁর বড় ছেলে ধৃতিপ্রসাদ এবং ৫ জুলাই ছিল ছোট ছেলে দেবীপ্রসাদের বিয়ে৷ গতকাল প্রীতিভোজের আয়োজন করা হয়েছিল৷ বিয়ে মিটতে না মিটতেই অসুস্থ হয়ে পড়েন ছত্রধর৷ 

বেআইনি কার্যকলাপে অভিযুক্ত ছত্রধরকে ২০২০ সালে জেল থেকে মুক্তি দেয় তৃণমূল সরকার৷ এরপর তিনি যোগ দেন তৃণমূলে৷ শাসকদলের রাজ্য সম্পাদকের পদ দেওয়া হয়৷ তবে গতবছর বিধানসভা ভোটের সময় তাঁকে গ্রেফতার করে এনআইএ৷ দুটি পুরনো মামলায় ছত্রধরকে গ্রেফতার করা হয়৷ তারপর থেকে এক বছরের বেশি সময় ধরে প্রেসিডেন্সি জেলে বন্দি তিনি৷ 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*