অবিরাম বৃষ্টির জেরে কার্যত থমথমে চেন্নাইয়ের জনজীবন। বৃহষ্পতিবার থেকে লাগাতার বৃষ্টির জেরে এখনো পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে বলে সরকারী সূত্রে খবর। সান্থম হাই রোড, জি এন ছেত্রী রোড, জি পি রোড- এর মতো অসংখ্য রাস্তায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একাধিক রাস্তায় জল জমে থাকার কারনে বন্ধ যান চলাচল। বৃষ্টির কারনে শুক্রবার ছুটি ঘোষনা করা হয়েছে চেন্নাই, তিরুবল্লার ও কাঞ্চিপুরমের স্কুল গুলিতে। বৃষ্টিতে বিঘ্নিত হচ্ছে বিমান ও রেল পরিষেবা। ইতিমধ্যেই একশোটি ত্রান শিবিরে ঠাঁই নিয়েছেন দশ হাজারেরও বেশী মানুষ। বৃষ্টি কবে থামবে তা পরিষ্কার ভাবে জানাতে পারছে না আবহাওয়া অফিসও।
Be the first to comment