তীব্র জল সঙ্কট ভুগছে চেন্নাই, ২৫০ লক্ষ লিটার জল নিয়ে পৌঁছল ট্রেন

Spread the love

চেন্নাইয়ের মত শহরে জল সঙ্কটের ভয়ঙ্কর ছবি গোটা দেশকে নাড়া দিয়েছে। জল সঙ্কটের থাবা থেকে গ্রামকে বাঁচাতে চেন্নাই পৌঁছলো জলবোঝাই ট্রেন ৷ শুক্রবার ৫০টি ওয়াগন নিয়ে একটি ট্রেন ২৫০ লক্ষ লিটার জল নিয়ে চেন্নাই পৌঁছল। এদিন ভেলোরের জোলারপেট থেকে জল পৌঁছল চেন্নাইয়ে ৷ চেন্নাইয়ের জলাভাব মেটাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷

এছাড়া আরও একটি ট্রেনের জল নিয়ে যাওয়ার কথা রয়েছে ৷ এদিন চেন্নাইয়ে ১ কোটি লিটার পানীয় জল পৌঁছে দেবে ভারীয় রেল ৷ এর জন্য তামিলনাড়ু সরকার মোট ৬৫ কোটি টাকা খরচ করেছে ৷ চেন্নাইয়ের প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে এই জল ৷
তীব্র জল সঙ্কটে ভুগছে চেন্নাই ৷ বৃষ্টি না হওয়ায় এই সমস্যা দেখা দিয়েছে ৷ শুকিয়ে যাচ্ছে জলাশায় ৷ আগামী কয়েকদিনে বৃষ্টি না হলে আরও বাড়তে চলেছে জল সঙ্কট ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*