চেন্নাইয়ের মত শহরে জল সঙ্কটের ভয়ঙ্কর ছবি গোটা দেশকে নাড়া দিয়েছে। জল সঙ্কটের থাবা থেকে গ্রামকে বাঁচাতে চেন্নাই পৌঁছলো জলবোঝাই ট্রেন ৷ শুক্রবার ৫০টি ওয়াগন নিয়ে একটি ট্রেন ২৫০ লক্ষ লিটার জল নিয়ে চেন্নাই পৌঁছল। এদিন ভেলোরের জোলারপেট থেকে জল পৌঁছল চেন্নাইয়ে ৷ চেন্নাইয়ের জলাভাব মেটাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷
এছাড়া আরও একটি ট্রেনের জল নিয়ে যাওয়ার কথা রয়েছে ৷ এদিন চেন্নাইয়ে ১ কোটি লিটার পানীয় জল পৌঁছে দেবে ভারীয় রেল ৷ এর জন্য তামিলনাড়ু সরকার মোট ৬৫ কোটি টাকা খরচ করেছে ৷ চেন্নাইয়ের প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে এই জল ৷
তীব্র জল সঙ্কটে ভুগছে চেন্নাই ৷ বৃষ্টি না হওয়ায় এই সমস্যা দেখা দিয়েছে ৷ শুকিয়ে যাচ্ছে জলাশায় ৷ আগামী কয়েকদিনে বৃষ্টি না হলে আরও বাড়তে চলেছে জল সঙ্কট ৷
Be the first to comment