স্বাধীনতা দিবস উদযাপন করছিলেন চেন্নাইয়ের একটি থানার পুলিশ কর্মীরা। আর সেই সময়েই ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। চেন্নাইয়ের আমিনজিকারাই থানা থেকে মাত্র কয়েক মিটার দূরে খুন হয়েছেন এক যুবক। পুলিশ জানিয়েছে, মৃতের নাম আর আদিত্যায়ন(২৩)। তিরুমঙ্গলমের বাসিন্দা এই যুবক একটি বেসরকারি টেলিকম কোম্পানিতে চাকরি করতেন বলে জানিয়েছে পুলিশ।
বুধবার সকাল সাড়ে আটটা নাগাদ আমিনজিকারাই থানার কাছে একটি বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন আদিত্যায়ন। সেই সময় তাঁর উপর হামলা চালায় চার দুষ্কৃতীর ওই দল। ধারালো অস্ত্র দিয়ে বারবার কোপানো হয় তাঁকে।
পথচলতি মানুষের চিৎকার শুনে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। পুলিশকে আসতে দেখেই রক্তাক্ত অবস্থায় আদিত্যায়নকে ফেলে পালিয়ে যায় ওই দুষ্কৃতীর দল। এরপর কিলপাউক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই যুবককে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
পুলিশ জানিয়েছে, ২০১৫ সালে একটি খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগ প্রকাশ্যে এসেছিল আদিত্যায়নের নাম। এমনকী ওই খুনে জড়িত প্রধান অভিযুক্ত সন্দীপকুমারের উপরেও চড়াও হয়েছিল সে। পুলিশের প্রাথমিক অনুমান, সম্ভবত প্রতিশোধ নেওয়ার জন্যই খুন করা হয়েছে এই যুবককে।
Be the first to comment