রবিবার রাত দেড়টা। উত্তরপ্রদেশে মানিকপুর স্টেশন ছেড়ে পাটনার দিকে রওনা হয়েছে চেন্নাই-পাটনা এক্সপ্রেস। আচমকা চালক লক্ষ করলেন, গাছের গুঁড়ি ফেলে আটকে দেওয়া হয়েছে ট্রেনলাইন। ওই জায়গাটি চিত্রকূট জেলার অন্তর্গত।
তিনি ট্রেন থামাতেই জনা ১২ মুখে কাপড় বাঁধা ডাকাত হানা দিল। দুটি স্লিপার ক্লাস কামরার জানলার কাচ ভেঙে ঢুকে পড়ল ভিতরে। যাত্রীরা ঘুম ভেঙে ওঠার পরেই দেখলেন তাঁরা সশস্ত্র ডাকাতদের হাতে বন্দি।
যাত্রীরা জানিয়েছেন, ডাকাতরা তাঁদের টাকাকড়ি ও গয়নাগাটি কেড়ে নিয়ে ঘন্টাখানেকের মধ্যে ট্রেন থেকে নেমে যায়। অন্তত ১২ জন যাত্রী ডাকাতদের মারধরে আহত হয়েছেন ।
কিছুক্ষণ পরে এক যাত্রী ১০০ নম্বরে ডায়াল করলে হাজির হয় পুলিশ। পরিস্থিতির গুরুত্ব বুঝে জেলার পুলিশ সুপার মনোজ কুমার ঝা, অতিরিক্ত পুলিশ সুপার বলবন্ত চৌধুরী ও জেলা প্রশাসনের বড় অফিসাররা ঘটনাস্থলে হাজির হন।
Be the first to comment