পূজারার সাফল্যে উচ্ছ্বসিত ক্রিকেট দুনিয়া

Spread the love

বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে যখন ভারতের মাত্র ১০ রান করে প্যাভিলয়নের পথে হাঁটা দিলেন লোকেশ রাহুল তখন একরাশ চাপ মাথায় নিয়েই ক্রিজে এলেন। শুধু এলেন বললে ভুল হবে। তিনি এলেন, দেখলেন এবং সবার মন জয় করলেন। হ্যাঁ চেতেশ্বর পূজারার কথাই বলা হচ্ছে। এদিনের সিরিজ নতুন করে আবিষ্কার করলো তাঁকে।

বৃহস্পতিবার গত ম্যাচে অভিষেক হওয়া মায়াঙ্ক আগরওয়ালকে নিয়ে ভারতের ইনিংসকে এগিয়ে তো নিয়ে গেলেনই সঙ্গে করে ফেললেন আরও একটি সেঞ্চুরি। এই সিরিজে এখনও পর্যন্ত তিনটি সেঞ্চুরি এল তাঁর ব্যাট থেকে। সঙ্গে এলো সর্বোচ্চ রানও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটি সেঞ্চুরি করলেন তিনি। সব মিলিয়ে কেরিয়ারের ১৮ নম্বর সেঞ্চুরি এল তাঁর ঝুলিতে। ছাপিয়ে গেলেন ভিভিএস লক্ষ্মণকেও।

দিনের শেষে ভারত থামে ৩০৩ রানে। ৪টি উইকেটের পতন ঘটেছে। ২৫০ বলে ১৩০ রান করে ক্রিজে রয়েছেন চেতেশ্বর পূজারা। উল্টোদিকে যোগ্য সঙ্গত দিচ্ছেন হনুমা বিহারী। ৫৮ বলে ৩৯ রান করে অপরাজিত রয়েছেন তিনি। এই মুহূর্তে পূজারার সঙ্গে ব্যাট করছেন হ‌নুমা বিহারী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*