বন্ধ হয়ে গেলো চেউলিবাড়ি চা বাগান, কর্মহীন কমপক্ষে চারশো শ্রমিক

Spread the love

ম্যানেজারকে কেটে ফেলার হুমকি দেওয়ার অভিযোগে বন্ধ হয়ে গেল রাজগঞ্জের চেউলিবাড়ি চা বাগান। কর্মহীন হয়ে পড়লেন বাগানের চারশো শ্রমিক।
ডিসেম্বর মাসে থেকে চা বাগানের লিন পিরিয়ড শুরু হয়। এই সময় আর চা পাতা তোলার কাজ হয় না। চলে গাছের পরিচর্যা।  চা গাছ ছেটে ফেলার কাজও হয় এ সময়। এই সময় বাগান বন্ধ হয়ে যাওয়ায় ঘোর অনিশ্চয়তায় বাগানের চারশো শ্রমিকের ভবিষৎ।

সিটুর যে শ্রমিক নেতা অনুকূল বর্মনের বিরুদ্ধে ম্যানেজারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বক্তব্য, “প্রত্যেক শ্রমিককে প্রতিদিন ২৫০০ টি করে গাছ ছাঁটতে হবে বলে কর্তৃপক্ষ নির্দিষ্ট করে দেয়। আমি তখন বলি শ্রমিকদের বেশি চাপ দেবেন না তবে এরা উল্টোপালটা কেটে ফেলবে। এটাকেই এরা ধরে নেয় আমি ম্যানেজারকে কেটে ফেলবো। আমাকে সাসপেন্ড করে দেয়।”

সিটু নেতা খগেন্দ্রনাথ রায় জানান, তাঁরা অনুকূলবাবুর সাসপেন্ড প্রত্যাহারের দাবি নিয়ে দফায় দফায় বৈঠক করেন। গতকাল বিকেলে ফের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু বাগান কর্তৃপক্ষ  বৈঠক না করে বাগান বন্ধ করে দেয়। এর প্রতিবাদে তাঁদের আন্দোলন চলবে বলে জানিয়েছেন তাঁরা।

বাগান মালিক কৃষ্ণকুমার কল্যাণী জানান, হাজিরা নিয়ে বাগানে গণ্ডগোল শুরু হয়েছিল। শ্রমিকরা কাজ বন্ধ করে দেওয়ায় বাগানে অস্থিরতা তৈরি হয়। তাঁর অভিযোগ, “আমার ম্যানেজারকে পুর্নিং মেশিন দিয়ে কেটে ফেলবে বলে হুমকি দিয়েছে ওঁরা। আমরা থানায় অভিযোগ জানিয়েছি। আজ থেকে বাগান বন্ধ করে দিলাম।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*