প্রাক্তন অর্থমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদম্বরমের আগাম জাামিনের আবেদন খারিজ করলো সুপ্রিম কোর্ট। চিদম্বরমকে উপযুক্ত আদালতে এই বিষয়ে আবেদন জানাতে বলেছে শীর্ষ আদালত। পাশাপাশি চিদম্বরমের শীর্ষ আদালতে পেশ করা আবেদনটি অর্থহীন বলেও উল্লেখ করেন বিচারপতি। উল্লেখ্য, INX মিডিয়া মামলায় জড়িত থাকার অভিযোগে ২১ অগাস্ট চিদম্বরমকে গ্রেপ্তার করে সিবিআই। এরপর আগাম জামিনের আবেদনের কোনও ভিত্তি নেই। সেই প্রসঙ্গে তখন চিদম্বরমের আইনজীবী কপিল সিব্বল আদালতকে জানান, আমার মক্কেলের মতপ্রকাশের অধিকার আছে। শীর্ষ আদালতের এই নির্দেশের পর চিদম্বরমের হেফাজত সংক্রান্ত সিদ্ধান্ত এখন সিবিআই আদালতের অধীনে।
এর আগে INX মিডিয়া মামলায় আগাম জামিন চেয়ে ২০ অগাস্ট দিল্লি হাইকোর্টে আবেদন জানান চিদম্বরম। আবেদনে অসঙ্গতি রয়েছে জানিয়ে দিল্লি হাইকোর্টে সেই আবেদন খারিজ করে দেয়। এর কয়েক ঘণ্টা পরেই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন চিদম্বরমের আইনজীবী কপিল সিব্বল। কপিল সিব্বল এই আবেদনের প্রেক্ষিতে দ্রুত শুনানির আর্জি জানান আদালতে। এরপর শীর্ষ আদালতের রেজিস্ট্রার ২১ অগাস্ট বিচারপতি এন ভি রমান্নার এজলাসে আবেদন পেশ করতে বলেন কপিলকে। পরে বিচারপতি রমান্না এই মামলা প্রধান বিচারপতি এজলাসে পাঠিয়ে দেন।INX মিডিয়া মামলাটির তদন্তের দায়িত্বে থাকা সিবিআই অফিসাররা সেইদিনই গ্রেফতার করে চিদম্বরমকে।
Be the first to comment