আরও তিনদিন সিবিআই হেফাজতের মেয়াদ বাড়লো প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের। ২ সেপ্টেম্বর পর্যন্ত তাঁকে সিবিআই হেফাজতে থাকতে হবে। INX মিডিয়া দুর্নীতি মামলায় খাঁড়াটা ঝুলছিল বেশ কিছুদিন ধরেই ৷ অভিযোগ ছিল, ৪.৫ কোটির বদলে ৩৫০ কোটি টাকা বেআইনি পথে দেশে আনার মূল ষড়যন্ত্রী ছিলেন প্রাক্তন এই অর্থমন্ত্রী ৷ নিজের ছেলে কার্তি চিদম্বরমের সংস্থাকে বেআইনিভাবে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে ৷ এই অভিযোগে ২১ অগাস্ট তাঁকে গ্রেফতার করে সিবিআই। ২২ অগাস্ট তোলা হয় বিশেষ সিবিআই আদালতে। পাঁচদিন হেফাজতের নির্দেশ দেয় আদালত।
২৬ অগাস্ট তাঁকে তোলা হয় সিবিআই আদালতে। তাঁর হেফাজতের মেয়াদ বাড়ানো হয় আরও চারদিন। আজ তাঁকে ফের আদালতে তোলা হলে বিচারক ২ সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতে থাকার নির্দেশ দেন।
Be the first to comment