আইএনএক্স মিডিয়া মামলায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমকে আরও দু দিনের জন্য সিবিআই হেফাজতে থাকতে হবে। মঙ্গলবার এই মেয়াদবৃদ্ধির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সংবাদসংস্থা পিটিআই এই খবর জানিয়েছে। সোমবার দিল্লির এক আদালত চিদম্বরমের সিবিআই হেফাজতের মেয়াদ মঙ্গলবার পর্যন্ত বাড়িয়েছিল।
চিদম্বরমের হেফাজতের মেয়াদ দুদিনের জন্য বাড়িয়ে দিয়ে আর ভানুমতী ও এএস বোপান্নার বেঞ্চ বলেছে সংশ্লিষ্ট নিম্ন আদালতের কাজে দখলদারি করা যে উচিত নয়, সে ব্যাপারে আমরা সচেতন। চিদম্বরমের দুই আইনজীবী কপিল সিবল ও অভিষেক মনু সিংভি আদালতকে প্রতিশ্রুতি দিয়েছেন এর মধ্যে তাঁরা কংগ্রেস নেতার অন্তর্বর্তী জামিনের জন্য আবেদন করবেন না।
সুপ্রিম কোর্ট জানিয়েছে, আগামী ৫ সেপ্টেম্বর তাঁর বিরুদ্ধে জামিন-অযোগ্য পরোয়ানা জারির বিরুদ্ধে চিদম্বরম যে আবেদন করেছেন তার শুনানি হবে। একই সঙ্গে নিম্ন আদালতের সিবিআই হেফাজতের নির্দেশ নিয়েও শুনানি হবে ওই দিন।
এদিকে সোমবার সুপ্রিম কোর্ট নিম্ন আদালতকে নির্দেশ দিয়েছিল, যদি চিদাম্বরমের জামিনের আবেদন খারিজ হয়, তাহলে তাঁকে যেন তিনদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এর আগে চিদম্বরমের আইনজীবী কপিল সিব্বল আদালতে আর্জি জানিয়েছিলেন, তাঁর মক্কেলকে যেন তিহার জেলে না পাঠানো হয়। সোমবার সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হয়েছিল চিদম্বরমের। যদি নিম্ন আদালত তাঁর বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিত, তাহলে তাঁকে তিহার জেলে পাঠানো হত।
Be the first to comment