আইএনএক্স দুর্নীতি মামলায় আরও বিপাকে পড়লেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। বৃহস্পতিবার চিদম্বরমের আগাম জামিনের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। যার নির্যাস, যে কোনও মুহূর্তে চিদম্বরমকে গ্রেফতার করতে পারবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ চিদম্বরমের আগাম জামিনের আর্জির বিরোধিতা করে ইডি ৷ শীর্ষ আদালত এদিন শুনানিতে জানায়, চিদম্বরমের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির গুরুতর অভিযোগ রয়েছে। এই ক্ষেত্রে তাঁকে আগাম জামিন মঞ্জুর করাটা ব্যতিক্রমী হয়ে যাবে। আদালত বলে, আগাম জামিন মঞ্জুর করার মতো জায়গায় নেই মামলাটি। তদন্তকারী সংস্থাকে তদন্ত করার পূর্ণ স্বাধীনতা দিতেই হবে। এই পরিস্থিতিতে চিদম্বরমের আগাম জামিন মঞ্জুর করা মানে তদন্তের গতিকে থামিয়ে দেওয়া। অভিযুক্ত সে ক্ষেত্রে সংশ্লিষ্ট আদালতে সাধারণ জামিনের আর্জি জানাতে পারেন।
আদালতের রায়ে আজ অর্থাত্ বৃহস্পতিবার পর্যন্তই সিবিআই হেফাজতে রয়েছেন পি চিদম্বরম ৷ প্রাক্তন অর্থমন্ত্রীর বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্ত করছে ইডি-ও। সুপ্রিম কোর্টে আগাম জামিন খারিজে এবার চিদম্বরমকে গ্রেফতারের ক্ষেত্রে বাধা রইল না ইডির ৷
Be the first to comment