পি চিদম্বরমকে আত্মসমর্পণের অনুমতি দিলো না আদালত

Spread the love

শুক্রবার প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বমের আইএনএক্স মিডিয়া সংক্রান্ত একটি মামলায় আত্মসমর্পণের আবেদন খারিজ করে দিলো দিল্লির এক আদালত। চিদম্বরম বর্তমানে তিহার জেলে রয়েছেন। বিশেষ বিচারক অজয় কুমার কুহারের এজলাসে চিদম্বরমের আইনজীবী কপিল সিব্বল আদালতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর আত্মসমর্পণের আবেদন করেন। সে আবেদন খারিজ হয়ে যায়।

বৃহস্পতিবার ইডি আদালতে জানায় চিদম্বরমকে গ্রেফতার করা এখনই জরুরি নয়, সময় হলে তারা এ ব্যাপারে অগ্রসর হবে। ইডি-এর হয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা প্রাক্তন মন্ত্রীর আবেদনের বিরোধিতা করেন। বিশেষ বিচারক অজয় কুমার কুহারকে তিনি বলেন, আমরা ৬ জনকে এই মামলায় ডেকে পাঠিয়েছি। তাদের মধ্যে তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আমরা সবাইকেই জেরা করব যাতে আমরা সেসব তথ্য নিয়ে অভিযুক্ত (চিদম্বরম)-এর মুখোমুখি হতে চাই। যেহেতু তিনি এখন হেফাজতে রয়েছেন, ফলে তাঁর পক্ষে প্রমাণ নষ্ট করা সম্ভব নয়। ইডি যেহেতু গ্রেফতারের পর নিজেদের হেফাজতে নিয়ে ওঁকে ১৫ দিন মাত্র জেরা করার সুযোগ পাবে, ফলে আমরা চিদম্বরমকে যথাসময়ে গ্রেফতার করব।

এর উত্তরে কপিল সিব্বল আদালতে বলেন কংগ্রেস নেতার আত্মসমর্পণের অধিকার রয়েছে এবং ইডির বক্তব্য মিথ্যা এবং তাদের উদ্দেশ্য চিদম্বরমকে শাস্তির মুখে ঠেলে দেওয়া। ৭৩ বছরের চিদাম্বরম আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় এখন জেল হেফাজতে রয়েছেন। সিবিআই এই মামলার তদন্ত শুরু করেছে।

প্রসঙ্গত, ২০১৭ সালের মে মাসে সিবিআই আইএনএক্স মিডিয়ায় ২০০৭ সালে ৩০৫ কোটি টাকা বিদেশি লগ্নি পাইয়ে দেওয়ার জন্য এফআইপিবি-এর ছাড়পত্রে বেনিয়মের অভিযোগ করে। সে সময়ে চিদম্বরম অর্থমন্ত্রী ছিলেন। ইডি পরে এ ব্যাপারে একটি অর্থ পাচারের মামলা দায়ের করে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*