আইএনএক্স মিডিয়া মামলায় আপাতত তিহার জেলেই থাকতে হচ্ছে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমকে। ফের চিদাম্বরমের জেল হেফাজতের মেয়াদ বাড়ল। আগামী ১৭ অক্টোবর পর্যন্ত চিদাম্বরমকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে দিল্লি আদালত। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর। উল্লেখ্য, আজই চিদাম্বরমের জেল হেফাজতের মেয়াদ শেষ হয়েছে।
সূত্রের খবর, চিদাম্বরমকে যাতে বাড়ির তৈরি খাবার জেলে দেওয়া হয়, সে ব্যাপারে আদালতের কাছে আর্জি জানানো হয়েছিল। উল্লেখ্য, আইএনএক্স মিডিয়া মামলায় গত ২১ অগাস্ট রাতে দিল্লিতে নিজের বাড়ি থেকে নাটকীয়ভাবে চিদাম্বরমকে গ্রেফতার করে সিবিআই। এরপর ১৫ দিন ধরে সিবিআই হেফাজতে রাখা হয়েছিল প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে। এরপরই তাঁকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত। চিদাম্বরমের জন্য তিহার জেলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আদালতের নির্দেশে তাঁকে পৃথক সেলে রাখা হয়েছে।
এদিকে, কয়েকদিন আগে তিহার জেলে গিয়ে পি চিদাম্বরমের সঙ্গে দেখা করেন সোনিয়া গান্ধী ও মনমোহন সিং। প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পরিবারের পক্ষ থেকে তাঁর হয়ে টুইট করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, “আমি সম্মানিত যে সোনিয়া গান্ধী ও মনমোহন সিং আমার সঙ্গে জেলে এসে সাক্ষাৎ করেছেন। যতক্ষণ দল শক্তিশালী এবং সাহসী থাকবে ততক্ষণ আমিও শক্তিশালী ও সাহসী থাকব”।
Be the first to comment