আইএনএক্স মিডিয়া মামলায় আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়ল ১১ ডিসেম্বর পর্যন্ত ৷ বুধবার ইডি-র দায়ের করা মামলায় দিল্লিতে বিশেষ আদালত এই নির্দেশ দিয়েছে ৷ ১৪ দিনের হেফাজত চেয়েছিল ইডি। যার নির্যাস, ১১ ডিসেম্বর পর্যন্ত তিহার জেলেই থাকতে হবে চিদম্বরমকে ৷
বুধবার সকালে তিহার জেলে গিয়ে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের সঙ্গে দেখা করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বঢরা ৷ রাহুল ও প্রিয়াঙ্কা দেখা করার পরেই মহারাষ্ট্র নিয়ে ট্যুইট করেন চিদম্বরম ৷ তিনি লেখেন, ‘যাঁরা সংসদীয় গণতন্ত্রের বিবর্তন লক্ষ্য করছেন, এই বৈচিত্রময় সমাজে জোট সরকারই সবচেয়ে ভালো, এ বিষয়ে তাঁরা একমত হবেন ৷
এ দিন মহারাষ্ট্র নিয়ে একাধিক ট্যুইট করেন চিদম্বরম ৷ একটি ট্যুইটে তিনি লিখেছেন, ‘ভোর ৪টেয় ঘুম থেকে তুলে রাষ্ট্রপতি শাসন জারিতে অনুমোদন নেওয়া, রাষ্ট্রপতি ভবনের কাছে অত্যাচার ৷ আপনারা সকাল ৯টা পর্যন্তও অপেক্ষা করতে পারলেন না?’ একইসঙ্গে মহারাষ্ট্রে শিবসেনা-কংগ্রেস-এনসিপি জোটকে শুভেচ্ছাও জানান তিনি ৷
মহারাষ্ট্রে জোটকে সতর্ক করে তিনি লেখেন, দলের স্বার্থের ওপরে জোটের স্বার্থকে স্থান দিতে হবে। কৃষক, নারী ও শিশুর কল্যাণ, বিনিয়োগের উপযোগী পরিবেশ তৈরি করতে হবে, কাজের সুযোগ বাড়াতে হবে, সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করতে হবে।
আইএনএক্স মিডিয়া মামলায় গত ২১ অগাস্ট চিদম্বরমকে গ্রেফতার করে সিবিআই ৷ গত ২২ অক্টোবর তাঁকে সুপ্রিম কোর্ট জামিন মঞ্জুর করে৷ কিন্তু আর্থিক তছরুপ মামলায় ১৬ অক্টোবর চিদম্বরমকে গ্রেফতার করে ইডি ৷ সোমবার কংগ্রেস নেতা শশী থারুর ও মণীশ তিওয়ারি তিহার জেলে দেখা করেন চিদম্বরমের সঙ্গে ৷
Be the first to comment