সাড়ে তিন মাস পর অবশেষে জামিন পেলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। বুধবার সুপ্রিম কোর্টের নির্দেশে শর্তসাপেক্ষে জামিন পেলেন আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় অভিযুক্ত এই প্রাক্তন মন্ত্রী। এ দিন চিদম্বরমের জামিন প্রসঙ্গে কোর্ট জানায়, আপাতত তাঁর থেকে কোনও তথ্যপ্রমাণের প্রয়োজন হবে না। তাই এই জেল থেকে তাঁকে জামিন দেওয়া হল।
কিন্তু, জামিন দিলেও বেশ কয়েকটি শর্ত দিয়েছে দেশের শীর্ষ আদালত। এই জামিনে থাকাকালীন কোনওভাবেই দেশের বাইরে যেতে পারবেন না তিনি। এই মামলার বিষয়ে সাংবাদিক এবং কোনও সংবাদমাধ্যমের সামনে মুখ খোলা যাবে না।
চলতি বছরের ২১ অগস্ট আইএনএক্স মিডিয়া মামলায় বিদেশি বিনিয়োগে অসঙ্গতির অভিযোগে চিদম্বরমকে গ্রেফতার করে সিবিআই। পরের মাসেই অর্থাৎ সেপ্টেম্বরের ৫ তারিখ তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে এই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। গ্রেফতার হলেও সিবিআই-এর মামলায় জামিন পেয়েছিলেন তিনি। কিন্তু তাঁর বিরুদ্ধে অর্থ তছরুপের অভিযোগ এনে মামা করে ইডিও। সিবিআই মামলায় পি চিদম্বরমের জামিনের মঞ্জুর করলেও, ইডি মামলায় জামিনের আর্জি খারিজ করে দেয় দিল্লি হাইকোর্ট।
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তাঁর জামিনের আর্জি করেন আইনজীবী কপিল সিব্বল। কিন্তু তা খারিজ হয়ে যায়। তবে, নিজেদের হেফাজতে নিয়ে জেরা করার জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)র আর্জিও খারিজ করে দেয় উচ্চ আদালত। তাঁকে ফের ১৩ নভেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছিল দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। ফলে ফের তিহাড় জেলে যেতে হয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে।
আর এই দিন শীর্ষ আদালতের নির্দেশে প্রায় ১০৬ দিন বাদে তিহাড় জেল থেকে জামিনে মুক্ত হলেন পি চিদম্ববরম।
Be the first to comment