পি চিদম্বরমকে পাঁচদিনের জন্য নিজেদের হেফাজতে চাইলো সিবিআই। প্রাক্তন অর্থ ও স্বরাষ্ট্রমন্ত্রীকে বৃহস্পতিবারই বিশেষ সিবিআই আদালতে তোলা হয়। সিবিআই-এর হয়ে লড়ছেন সলিসিটর জেনেরাল তুষার মেহতা।
এদিন তিনি বলেন, নীরবতার অধিকার সাংবিধানিক অধিকার। তাতে আমাদের কোনও সমস্যা নেই। তবে চিদম্বরম তদন্তে অসহযোগিতা করেছেন। তিনি প্রশ্নোর জবাব দেননি। সলিসিটর জেনেরাল আরও জানান যে সিবিআই-এর আবেদনের পর পি চিদম্বরমের নামে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল এবং সেই ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।
Be the first to comment